পঞ্চগড়- দেবীগঞ্জঃ
পঞ্চগড় থেকে জাতীয় মহাসড়ক পথে ২০কিঃমিঃ আসলে বোদা উপজেলা এবং বোদা থেকে পূর্ব দিকে ২০কিঃমিঃ আসলে দেবীগঞ্জ উপজেলা পরিষদ।
দিনাজপুর- দেবীগঞ্জঃ
দিনাজপুর থেকে মহাসড়ক পথে ২০ কিঃমিঃ পথ আসলে বীরগঞ্জ উপজেলা, বীরগঞ্জ থেকে ১০ কিঃমি উত্তরে খানসামা, ১০ কিঃমিঃ উত্তরে ঝাড়বাড়ী নামক বাজার এবং ঝাড়বাড়ী থেকে পর্যায়ক্রমে ০৬ কিঃমি লক্ষ্মীনারায়নী,০২ কিঃমি ফুলবাড়ীবাজার, ০৪ কিঃমি কালীগঞ বাজার হয়ে সর্বমোট ৬৫কিঃমি (দিনাজপুর-দেবীগঞ্জ) পথ আসলে দেবীগঞ্জ উপজেলা পরিষদ।
বিমান যোগাযোগ :
সৈয়দপুর বিমান বন্দর থেকে দূরত্ব ৫০ কি: মি: প্রায় সড়ক পথে। ঢাকা থেকে সৈয়দপুর রুটে বিমান বাংলাদেশ, ইউ.এস বাংলা ও নভো এয়ার এর প্রতিদিন ফ্লাইট রয়েছে।
রেল পথে যোগাযোগ :
দেবীগঞ্জ উপজেলা হতে সরাসরি রেল পথে ঢাকা যাওয়ার পথ নেই। নিকটবর্তী ডোমার উপজেলা রেল স্টেশন মাত্র ৬ কি: মি: দূরে। নীলসাগর ট্রেনে ঢাকা- ডোমারের সাথে যোগাযোগ আছে। ট্রেনের আসন তিন প্রকার এস,এস চেয়ার, ননএসি । ঢাকা থেকে ডোমারের উদ্দেশ্যে ছাড়ে সকাল- ১০.০০ টা,ডোমার থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়ে রাত ৮.০০ টা।
ঢাকা থেকে দেবীগঞ্জ এর যোগাযোগ ব্যবস্থা :
পরিবহণের নাম | ঢাকা থেকে বাস ছাড়ার সম্ভাব্য সময়সূচী | যোগাযোগের ঠিকানা |
নাবিল পরিবহন | সকাল ৭.৩০ মিনিট সকাল ১১.০০ টা রাত ৮.৩০ মিনিট রাত ১১.৩ ০মিনিট | ১৫/১পুরাতন গাবতলী, মাজার রোড মোড়। ফোন- ৯০০৭০৩৬, ৮০১২১৩৬ মোবাইল- ০১৭১৬০০১০১০, ০১১৯৯০৪৭৩৯২ |
হানিফ পরিবহন | সকাল ৭.৩০ মিনিট সকাল ৯.৩০মিনিট বিকাল ৫.৩০মিনিট রাত ৭.৩০ মিনিট রাত ১০.০০ টা রাত ১১.৩০ মিনিট |
২২/৩বাবর রোড, ব্লকবি, কলেজ গেইট শ্যামলী। ফোন- ৯১৪৪৪৮২, ৮১২৪৩৯৯ মোবাইল- ০১৬৭৩৯৫২৩৩৩ |
শ্যামলী পরিবহন | সকাল ৮.০০ টা রাত ৯.০০ টা | ২৫/১ব্লকবি, খিলজি রোড, শ্যামলী, ঢাকা ফোন- ৯১২৪১৩৯ মোবাইল- ০১৭১১৮৬৮২৮৩ |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS