দেবীগঞ্জসহ পঞ্চগড় জনপদ ছিল কোচবিহার রাজ্যের অর্ন্তভূক্ত। ১৭১১ সালে মোঘল ওকোচবিহার রাজার মধ্যে সন্ধি হয়। রাজা রূপ- নারায়ন কোচবিহার রাজ্যসন্ধিসূত্রে লাভ করেন। ১৭৭৬ সালে মোঘলদের ফকিরকুন্তি নামক ফৌজদারী অঞ্চল প্রাচীন রংপুর জেলায় রূপান্তরিত হয়। ১৮৫৭ সালে প্রশাসনিক সুবিধার্থে তিন টি মহকুমা সৃষ্টি করা হয় এবং এর সর্ব উত্তরের মহকুমার নাম হয় তেঁতুলিয়া। এই তেঁতুলিয়া মহকুমার মধ্যে ছিল বোদা চাকলা এবং দেবীগঞ্জ জনপদ ছিল বোদা চাকলার অধীন। ১৯৮০ সালে ঠাকুরগাঁও মহকুমার আটোয়ারী থানাসহ মোট ৫টি থানা নিয়ে পঞ্চগড় মহকুমা গঠিত হয় এবং ১৯৮৪ সালে ১লা ফেব্রুয়ারী পঞ্চগড় জেলা গঠিত হয় এবং দেবীগঞ্জ উপজেলার আত্মপ্রকাশ ঘটে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS