দেবীগঞ্জ চৌররাস্তা হতে ২-৩ কি: মি:দূরত্বে দেবীগঞ্জ ভাউলাগঞ্জ রোডের দুই পার্শ্বে অবস্থিত।
কিভাবে যাওয়া যায়
দেবীগঞ্জ চৌররাস্তা থেকে ২-৩ কি: মি: দূরত্বে খযের বাগান অবস্থিত। ভ্যান,রিক্স ও ইজি বাইক এর মাধ্যমে যাতায়াত করা যায়।
বিস্তারিত
দেবীগঞ্জ উপজেলার খয়ের বাগান একটি ঐতিয্যবাহী বাগান । এখানে খয়ের গাছ থেকে খয়ের সংগ্রহ করা হয়।দেশের বিভিন্ন স্থান থেকে মানুষজন খয়েরের বাগান দেখতে আসে এবং পিকনিক খেতে আসে।