দেবীগঞ্জ উপজেলার উল্লেখযোগ্য নদী-করতোয়া,পাথরাজ,তিস্তা এবং কুড়ুম।
করতোয়াঃ করতোয়া নদী দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়ন দিয়ে প্রবেশ করে দেবীগঞ্জ উপজেলা সদর ঘেঁষে প্রায় ৪০কিঃমিঃ পাড়ি দিয়ে দেবীগঞ্জ উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের লক্ষ্মীনারায়নী/মল্লিকাদহ নামক স্থানে তিস্তা নদীর সাথে মিলিত হয়েছে।
তিস্তাঃ দেবীগঞ্জ উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের লক্ষ্মীনারায়নী/মল্লিকাদহ নামক স্থানে করতোয়া ও তিস্তা মিলন স্থল থেকে তিস্তা নাম ধারণ করে ছলিমনগর নামক স্থান হতে দেবীগঞ্জ উপজেলা অতিক্রম করে।
পাথরাজঃ দেবীগঞ্জ উপজেলার চেঙঠীহাজরাডাঙ্গা ইউনিয়নের কাটাবাড়ী নামক স্থানে প্রবেশ করে সুন্দরদিঘী ইউনিয়নের ফুলবাড়ী বাজার ঘেঁষে পর্যায়ক্রমে লক্ষ্মীনারায়নী/মল্লিকাদহ নামক স্থানে তিস্তা নদীর সাথে মিলিত হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস