Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
আবেদনপত্র “মুজিববর্ষঃ ২০২০ উপলক্ষে “অনলাইনে উপার্জন ও কর্মসংস্থান শীর্ষক প্রশিক্ষণ’’
বিস্তারিত

উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, উপজেলা পরিষদ দেবীগঞ্জ, পঞ্চগড় এর সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার দেবীগঞ্জ, পঞ্চগড় এর আযোজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এর পরিচালনায় আগামী ১২ ফেব্রুয়ারী ২০২০ খ্রিঃ বিকাল  ২ ঘটিকা হতে ৩ মাস ব্যাপি মোট ৪০ দিন , (১২০ ঘন্টা), মোট প্রশিক্ষনার্থীঃ ২০ জন, করে ২ টি ব্যাচে মোট ৪০ জন প্রশিক্ষানার্থীকে সম্পুর্ন বিনামূল্যে প্রশিক্ষিত করা হইবে। শিক্ষিত আগ্রহী যে কেউ আবেদন করতে পারবে। তবে উল্লেখ থাকে যে আগ্রহী প্রশিক্ষনার্থীর পুর্ব হইতে কম্পিউটার এ সাধারন দক্ষতা ও নিজস্ব কম্পিউটার বা ল্যাপটপ থাকিতে হবে। অন্যথায় প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবে। এই প্রশিক্ষন হইতে প্রশিক্ষনার্থীকে কোনরূপ ভাতা বা সন্মানী প্রদান করা হবে না। আগামী ৯/২/২০২০ খ্রিঃ পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করা হবে।

 

আবেদনপত্র প্রাপ্তি স্থান-           উপজেলা ওয়েব পোর্টাল, সকল ইউনিয়ন ডিজিটাল সেন্টার দেবীগঞ্জ, পঞ্চগড়।

আবেদনপত্র জমা  এর স্থান-       আবেদনপত্র স্ব স্ব ইউনিয়ন ডিজিটাল সেন্টার এ আগামী ৯/২/২০২০ খ্রিঃ এর মধ্যে জমা প্রদান করবেন ।   

 

 

যে কোন প্রয়োজনে- ০১৭৩১২৪৫১৪৬ (উপজেলা টেকনিশিয়ান, দেবীগঞ্জ, পঞ্চগড়)

বিশেষ প্রয়োজনে-  ০১৭২৩০৯৫৫০৯ (সহকারী প্রোগ্রামার, দেবীগঞ্জ, পঞ্চগড়)

ই-মেইল- sumon.kurigram@yahoo.com

 

 

প্রকাশের তারিখ
29/01/2020
আর্কাইভ তারিখ
12/02/2020